Top 5 This Week

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ২১৭ জনের বিরুদ্ধে মামলা

Spread the love

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ২১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

আন্দোলনের প্রায় ৯ মাস পর, সোমবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেরাব হোসাইন। আদালত সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলায় আসামিদের মধ্যে রয়েছেন মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এসএম জাহিদ, মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাবেক পুলিশ সুপার গোলাম আজাদ খান, সদর থানার তৎকালীন ওসি হাবিল উদ্দিন, একাধিক পুলিশ কর্মকর্তা ও কয়েকজন চিকিৎসক। এ ছাড়াও অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই সকাল ১০টায় মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের সামনে থেকে ছাত্র-জনতার একটি প্রতিবাদ মিছিল বের হলে সশস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে গেলে চিকিৎসা না দিয়ে তাদের বের করে দেওয়া হয়। এতে আহতদের চিকিৎসা পাওয়ার অধিকার লঙ্ঘিত হয়েছে বলে দাবি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish