Top 5 This Week

সালিশ বৈঠকে হাত-পা বেঁধে মারধর; যুবকের মৃত্যু

Spread the love

বিডিটাইম ডেস্ক

টাঙ্গাইলের দেলদুয়ারে গ্রাম্য সালিশ বৈঠকে চুরির অভিযোগে হাত-পা বেঁধে নির্যাতনের শিকার হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম নূর আলম (২৮)। তিনি উপজেলার পাথরাইল ইউনিয়নের আকন্দপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

ঘটনাটি ঘটে বুধবার বিকেলে আকন্দপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, সপ্তাহখানেক আগে আকন্দপাড়া জামে মসজিদের পানির পাম্পের মোটর চুরি হয়। চুরির সন্দেহে সোমবার একই গ্রামের নূর আলম ও শহিদুল (৩৫) নামের দুই যুবককে আটক করে মসজিদ কর্তৃপক্ষ।

এরপর তাঁদের মসজিদের ভেতর নিয়ে গিয়ে স্থানীয় যুবক আবু বকর, আক্তার, মুসলেম, আলমগীরসহ ৫-৬ জন মিলে হাত-পা বেঁধে নির্মমভাবে মারধর করে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘসময় ধরে চলা এই নির্যাতনের পর নূর আলম অসুস্থ হয়ে পড়েন।

বুধবার দুপুর দেড়টার দিকে নূর আলম শরীরে তীব্র ব্যথা অনুভব করলে তাঁর বোন মোসা. রহিমা তাঁকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব খান বলেন, “চুরির অভিযোগের পর সালিশ বৈঠকে নির্যাতনের শিকার হয়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রামবাসীর একাংশ বলছে, কোনো বিচার না করেই ব্যক্তিগত সন্দেহে এমন বর্বরতা মেনে নেওয়া যায় না। নিহত নূর আলমের পরিবার দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish