সিকৃবি প্রতিনিধি
প্রথম বারের মতো কোষাধ্যক্ষ পেয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়(সিকৃবি)। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সাবেক ডিন ও মাইক্রোবায়োলজি অ্যান্ড ইম্যুনোলজি বিভাগের অধ্যাপক ড. এ.টি.এম. মাহবুব-ই-এলাহীকে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে সরকার ।
রবিবার (১৫ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ দায়িত্ব দেয়া হয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠার পর এই প্রথম ট্রেজারার পেলো বিশ্ববিদ্যালয়টি।
প্রজ্ঞাপনে বলা হয়,মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর ১২(১) ধারা অনুযায়ী মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমোনোলজি বিভাগের অধ্যাপক ড .এ.টি.এম.মাহবুব-ই-এলাহীকে উক্ত বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার পদে নিয়োগ প্রদান করা হলো।
প্রসঙ্গত, অধ্যাপক এ.টি.এম.মাহবুব-ই-এলাহী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল ডিগ্রি সম্পন্ন করেন।
তিনি ১৯৯৭ সালে সরকারি ভেটেরিনারি কলেজ থাকা অবস্থায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। তিনি সিকৃবির ভেটেরিনারি অনুষদের ডিন, জাতীয় ভেটেরিনারি ডিন কাউন্সিলের আহবায়ক এবং মাইক্রোবায়োলজি ও ইম্যুনোলজি বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বে আছেন।