Top 5 This Week

সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের ৩টি স্বর্ণপদক

বিডিটাইম ডেস্ক

সিঙ্গাপুর ওপেন আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। তিন দিনের এই প্রতিযোগিতার শেষ দিনে আরও ছয়টি পদক জিতেছেন বাংলাদেশের জিমন্যাস্টরা।

সব মিলিয়ে এবারের আসরে বাংলাদেশের ঝুলিতে এসেছে মোট ১৩টি পদক, যার মধ্যে রয়েছে তিনটি স্বর্ণপদক।

বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের দেওয়া তথ্যমতে, প্রতিযোগিতার শেষ দিনে জুনিয়র বিভাগের ভল্টিং টেবিল ইভেন্টে উটিং ওয়াং মারমা স্বর্ণপদক জয় করেন। এর আগে প্রতিযোগিতার প্রথম দিনে তিনটি এবং দ্বিতীয় দিনে চারটি পদক জিতেছিল বাংলাদেশ দল।

সিঙ্গাপুরে সাফল্য অর্জনের পর বাংলাদেশ জিমন্যাস্টিকস দল আজই রওনা হয়েছে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে। সেখানে আগামী ৫ থেকে ৯ জুন অনুষ্ঠিত হবে ১২তম এশিয়ান পুরুষ আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ এবং ১৮তম জুনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতাতেও অংশ নেবে বাংলাদেশ।

এই ধারাবাহিক সাফল্য বাংলাদেশের জিমন্যাস্টিকসের উন্নয়নে নতুন এক সম্ভাবনার দিক উন্মোচন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish