বিডিটাইম ডেস্ক
ভারত ও পাকিস্তানের মধ্যকার ৬৫ বছরের পুরনো সিন্ধু পানিবণ্টন চুক্তি আর কখনও পুনর্বহাল হবে না, জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যে পানি এতদিন পাকিস্তানে যাচ্ছিল, সেটি আমরা রাজস্থানে নেওয়ার জন্য খাল নির্মাণ করব।”
এই ঘোষণা পাকিস্তানের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, কারণ চুক্তিটি দেশটির চাষাবাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিন্ধু অববাহিকার তিনটি প্রধান নদীর পানি পাকিস্তানের ৮০ শতাংশ কৃষি কার্যক্রমের ভিত্তি।
গত এপ্রিল মাসে কাশ্মীরে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের পর ভারত পাকিস্তানকে দায়ী করে। এরপরই নয়াদিল্লি চুক্তিতে নিজেদের অংশগ্রহণ ‘স্থগিত’ করে। এখন অমিত শাহের সাফ ঘোষণায় এই চুক্তির ভবিষ্যৎ কার্যকরভাবে শেষ বলে ধরা হচ্ছে।
তিনি আরও বলেন, “পাকিস্তান এতদিন যে পানি অন্যায়ভাবে পাচ্ছিল, সেটি বন্ধ করে দেওয়া হবে।”
বিশ্লেষকরা মনে করছেন, ভারতের এ অবস্থান দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা বাড়াতে পারে। পাকিস্তান ইতিমধ্যে জানিয়ে এসেছে, নদীর পানি আটকে দেওয়া হলে তা ‘যুদ্ধ ঘোষণার সমতুল’ হবে। ইসলামাবাদ এ বিষয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথাও ভাবছে।
খবরওয়ালা/আশ