Top 5 This Week

সীতাকুণ্ডে ঝরনায় ডুবে স্কুলছাত্রের মৃত্যু, দায়িত্বহীনতার অভিযোগ

বিডিটাইম ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে সহস্রধারা ঝরনায় পা পিছলে পানিতে ডুবে মারা গেছে তাহসিন আনোয়ার (১৭) নামের এক স্কুলছাত্র।

শনিবার (১৪ জুন) সন্ধ্যায় উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোটদারোগারহাট এলাকার লবনাক্ষ পাহাড়ের ওই ঝরনায় এ দুর্ঘটনা ঘটে।

তাহসিন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। তাঁর বাবা মো. আনোয়ার কবির কেইপিজেটের প্রকৌশলী এবং মা লুৎফর নাহার জীবন বীমা করপোরেশনের মহাব্যবস্থাপক। তারা চট্টগ্রামের ডিওএইচএস কলোনিতে বসবাস করতেন।

কী ঘটেছিল সেই দিন?

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে তাহসিনসহ সাতজন শিক্ষার্থী ঘুরতে যায় সহস্রধারা ঝরনায়। ফেরার পথে তাহসিনের পায়ে কাদা লেগে যায়। তিনি জানতে চান ঝরনার পানিতে তা ধোয়া যাবে কিনা। দায়িত্বে থাকা ব্যক্তিরা জানান, এতে কোনো সমস্যা নেই। এরপর তিনি পানিতে নামলে পা পিছলে গভীর পানিতে পড়ে যান।

সঙ্গে থাকা সহপাঠীরা জানায়, তাহসিন ডুবে যেতে থাকলেও আশপাশে থাকা কেউ তাকে উদ্ধার করতে এগিয়ে আসেননি। বরং দর্শনার্থীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনাটি দেখতে থাকেন। বন্ধুরা তখনই থানায় খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে রাত সাড়ে ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

দায়িত্বহীনতার অভিযোগ

এ ঘটনায় ঝরনার দায়িত্বে থাকা কর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাহসিনের সহপাঠীরা ও পরিবারের সদস্যরা। উপস্থিত লোকজনের নিষ্ক্রিয়তা এবং ঝরনার নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা মচিন্দ্র লাল ত্রিপুরা জানান, “ঝরনার পানির প্রায় ৩০ ফুট গভীর থেকে তাহসিনের মরদেহ উদ্ধার করা হয়। পরে তা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।”

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম বলেন, “ঘটনার তদন্ত চলছে। ঝরনার ব্যবস্থাপনায় কেউ গাফিলতি করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish