বিডিটাইম ডেস্ক
ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রভাব এবার পড়েছে দুই দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল ও পিএসএলে।
ধর্মশালায় (বৃহস্পতিবার) আইপিএলের পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ চলাকালীন আকস্মিকভাবে বন্ধ হয়ে যায় ফ্লাডলাইট। কিছুক্ষণের মধ্যেই বন্ধ ঘোষণা করা হয় ম্যাচটি। একই রাতে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে স্থগিত হয় পিএসএলের পেশোয়ার-করাচি ম্যাচও।
ধর্মশালার মাঠে বৃষ্টির কারণে ম্যাচ শুরু হয় বিলম্বে। পরে টস জিতে ব্যাটিংয়ে নামে পাঞ্জাব কিংস। তারা ১০.১ ওভারে ১ উইকেটে তোলে ১২২ রান। প্রিয়াংশ আর্য মাত্র ৩৪ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭০ রান করেন। কিন্তু তখনই আচমকা এক ফ্লাডলাইট টাওয়ারের সব আলো নিভে যায়। একে একে নিভে যায় বাকি টাওয়ারগুলোর আলোও।
ধোঁয়াশার মধ্যে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো জানায়, নিরাপত্তাজনিত কারণে ম্যাচটি বন্ধ ঘোষণা করা হয়েছে এবং দর্শকদের মাঠ ত্যাগ করতে বলা হয়। ভারতের বিভিন্ন গণমাধ্যমে খবর আসে, রাত ৯টার কিছু আগে জম্মু ও সীমান্তবর্তী বেশ কয়েকটি এলাকায় পাকিস্তান মিসাইল হামলা চালিয়েছে। এর পরই সতর্কতামূলকভাবে স্টেডিয়ামের আলো নিভিয়ে দেওয়া হয়।
একই সময় পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে পিএসএল ম্যাচ চলছিল পেশোয়ার জালমি ও করাচি কিংসের মধ্যে। সেই ম্যাচটিও ড্রোন হামলার আশঙ্কায় স্থগিত করা হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, রাওয়ালপিন্ডি স্টেডিয়াম কমপ্লেক্স এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ধর্মশালায় ১১ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আরও একটি আইপিএল ম্যাচ। তবে দুপুরের মধ্যেই সেটি সরিয়ে নেওয়া হয় আহমেদাবাদে। একইভাবে পিএসএলের আগামীকালকের লাহোর-পেশোয়ার ম্যাচ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ভারত-পাকিস্তান সীমান্তে সামরিক উত্তেজনা যত বাড়ছে, ততই শঙ্কিত হচ্ছে দুই দেশের ক্রীড়াঙ্গন। নিরাপত্তাজনিত কারণে এই স্থগিতকরণ সাময়িক নাকি দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে।