বেরোবি প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ স্নাতক পরীক্ষায় ৪.০০ এরমধ্যে ৩.৩০ পেয়েছেন।
রবিবার (২০ অক্টোবর) স্নাতক পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার ফলে এ তথ্য জানা যায়।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, আবু সাঈদ ৪.০০ এর মধ্যে ৩.৩০ সিজিপিএ অর্জন করেছেন এবং মেধাতালিকায় সম্মানজনকভাবে ১৪তম স্থানে রয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী ফলাফল ঘোষণার সময় বলেন, “শহীদ আবু সাঈদ আর আমাদের মাঝে নেই, কিন্তু তার অর্জন আমাদের গর্বিত করে। তার অনুপস্থিতিতে এই ফলাফল প্রকাশ করতে আমাদের মনে শোকের ছায়া নেমে এসেছে। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।”
এই সময়ে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ ইলিয়াছ প্রামানিক এবং অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ ফিরোজুল ইসলাম। ৬৯ জন শিক্ষার্থীর মধ্যে আবু সাঈদের এই অর্জন বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য আনন্দের হলেও তার অনুপস্থিতি গভীর বেদনার কারণ হয়ে রইল।