যবিপ্রবি প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোল্যা আবির হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার (২৮ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, আবির ও তার বাবা মোটরসাইকেলযোগে খুলনা থেকে বাগেরহাট যাওয়ার পথে বারাকপুর এলাকায় একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাদের বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক আবিরকে মৃত ঘোষণা করেন।