Top 5 This Week

হল প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের পাহাড়  যবিপ্রবি’র শেখ হাসিনা হলের শিক্ষার্থীদের

Spread the love

যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শেখ হাসিনা ছাত্রী হলের বিভিন্ন কক্ষে ছাত্রীদের অনুপস্থিততে রান্না করার সরঞ্জামাদি রেইড করা, ব্যক্তিগত ব্যাগ, লকার চেক করা এবং ডায়নিংয়ের সহকারীদের বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৪:৩০ ঘটিকায় শেখ হাসিনা হলের প্রবেশমুখে এ সংবাদ সম্মেলন করেন হলের শিক্ষার্থীদের একাংশ।

এ সময় বায়োমেডিকেল ইজ্ঞিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সুহরাত তাহসিন বলেন, হল প্রভোস্ট বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে না জানিয়ে আমাদের হলে রেইড দেন। হলের গেইট দিয়ে প্রবেশ করার সময় আনসার সদস্যদের মাধ্যমে আমাদের ব্যাগ তল্লাশি করা হয় যা আমাদের প্রাইভেসির ব্যাঘাত ঘটায়।

আমরা মেয়েরা কোন সন্ত্রাসী না যে আমাদের ব্যাগ তল্লাশি করতে হবে। তিনি (প্রভোস্ট ম্যাম) একটি সংবাদ সম্মেলনে বলেন যে আমাদের কেউ উস্কে দিচ্ছে। এখানে আমাদের কেউ উস্কে দিচ্ছে না বরং আমরা আমাদের ন্যায্য দাবির জন্যই এগুলো করছি।

এছাড়াও উনি বলেন আমাদেরকে হলে খাবারের জন্য আলাদা ভর্তুকি দেন কিন্তু আমরা মিল ম্যানেজারের মাধ্যমে জানতে পারি আমাদের হলে বিশ্ববিদ্যালয় কোনো ভর্তুকি দেওয়া হয় না। হলে কোনো পাঠাগার না থাকা সত্ত্বেও প্রতি মাসে পাঠাগার ফি নেওয়া হচ্ছে। এছাড়াও হলে খাবার নিয়েও আমাদের সাথে নানান সমস্যা করেন।

তিন মাস ফিক্সড মিলের টাকা না দেওয়ায়  উনি আমাদের হলের সিট বাতিল করে দেন যেটা আমরা উচিত বলে মনে করি না। আমরা যখন হল অফিসে টাকা জমা দিতে যাই দেখা যায় সেখানে কর্মকর্তারা খোশগল্পে মেতে থাকেন আমাদের টাকা নেওয়ার সময় হয় না তাদের।

তাছাড়াও ম্যামের বিভাগের পরিক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রধান হওয়ায়, বিভাগের শিক্ষার্থীদের ভয় দেখিয়ে হলের মেয়েদেরকে একত্রিত করে গ্রুপিং তৈরী করার চেষ্টা করছে ।  এরই পরিপ্রেক্ষিতে তার বিভাগের (পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি) শিক্ষার্থী হাবীব আহমেদ শানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কমেন্টে দেখা যায় আমাদেরকে দলীয় ট্যাগ দেওয়ার চেষ্টা করছে। একই বিভাগের আরেক শিক্ষার্থী বলেন আমরা নাকি ম্যাম কে অসম্মান করছি।

ম্যাম নানা সময়ে আমাদের মানসিক নির্যাতন করেন, আমাদের সাথে কুরুচিপূর্ণ কথা বলেন, বিভিন্ন ভাবে হেয় করেন আমরা শুধু এসবের প্রতিবাদ জানাচ্ছি, আমরা কারো অসম্মান করছি না। সর্বোপরি আমরা আমাদের হল প্রভোস্ট নাজনীন  আকতার শিল্পী’র পদত্যাগ চাই, আমরা এমন স্বৈরাচারি মনোভাবের কাউকে হল প্রভোস্ট হিসেবে চাই না। আগামীকাল বিকাল ৪ টা ৫০ মিনিটের মধ্যে উনি পদত্যাগ না করলে আমরা কঠোর কর্মসূচি গ্রহন করব।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটায় যবিপ্রবি শেখ হাসিনা ছাত্রী হলে ছাত্রীদের অনুপস্থিতিতে কয়েকজন ছাত্রীর লকার ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শুরু করেন শেখ হাসিনা হলের ছাত্রীরা। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে আসলে প্রক্টরিয়াল বডি ও উপস্থিত শিক্ষকদের নিকট প্রভোস্ট বডির পদত্যাগসহ  আট দফা লিখিত দাবি জমা দেয় ছাত্রীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish