বিডিটাইম ডেস্ক
জমি নিয়ে পুরোনো বিরোধের জেরে চাচাতো ভাইয়ের নেতৃত্বে সংঘবদ্ধ হামলায় নিহত হয়েছেন ইসমাইল পালোয়ানের নামের এক যুবক । বুধবার (৩০ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে গাজীপুরের কালীগঞ্জে উপজেলার দুর্বাটি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত ইসমাইল পালোয়ান (৪৫) দুর্বাটি এলাকার বাসিন্দা এবং আলাউদ্দিন পালোয়ানের ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি ফেরি করে ভেষজ ও হারবাল ওষুধ বিক্রি করতেন।
স্থানীয় সূত্র জানায়, ইসমাইল পালোয়ান ও অভিযুক্ত তোফাজ্জল পালোয়ান চাচাতো ভাই। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে ইসমাইল নিজ জমিতে ধান কাটছিলেন। তখন তোফাজ্জল, তার স্ত্রী সাবিনা আক্তার, সুফল পালোয়ানসহ আরও কয়েকজন এসে জমিটি নিজেদের দাবি করে বাধা দেন। এ নিয়ে শুরু হয় বাগ্বিতণ্ডা, যা পরে রূপ নেয় সংঘর্ষে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, তোফাজ্জল ও তার লোকজন লোহার পেরেক ও হাতুড়ি দিয়ে ইসমাইলের ঘাড়, মাথা ও শরীরে বেধড়ক আঘাত করে। গুরুতর আহত অবস্থায় ধানক্ষেতে পড়ে থাকেন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিয়া জানান, ‘জমি নিয়ে বিরোধ থেকে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। হামলায় লোহার পেরেক ও হাতুড়ি ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং তাদের আটকে অভিযান চালানো হচ্ছে।’