বিডিটাইম ডেস্ক:
চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের হাদিমুছা এলাকায় ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাতের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকেলে এ হামলায় নাদিয়া ছাড়াও আরও তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন নাদিয়ার ভাই রাহাত (২৭), লাবলু (২৩) এবং প্রতিবেশী রোকেয়া তাহমিনা (৪৮)।
স্থানীয় বাসিন্দারা জানায়, আহতদের তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত নাদিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তার মাথায় ধারালো অস্ত্রের কোপে ৮টি সেলাই পড়েছে।
ছাত্রদল নেত্রী নাদিয়া জানান, “আমি ঢাকায় রাজনীতি করি। গতকাল আমার বাড়িতে এসে প্রতিবেশী তামিম, হকসাব ও জামশেদ আমার মাকে গালাগালি করে হুমকি দেয়। আজ তাদের জিজ্ঞেস করতে গেলে তারা অতর্কিতভাবে হামলা চালায়।”
তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা আগে আওয়ামী লীগের রাজনীতি করলেও এখন বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল ও যুবদলে সক্রিয়। অতীতে তারা তাকে নির্যাতনের পর থানায় চালানও দিয়েছিল। সেই ঘটনার পর বিএনপি শীর্ষ নেতারা তার পক্ষে কর্মসূচি পালন করেছিলেন, এমনকি তারেক রহমান ও রুহুল কবির রিজভী বিবৃতি দিয়েছিলেন।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা মামলা তুলে নিতে নাদিয়াকে বারবার হুমকি দিয়ে আসছে।
অন্যদিকে অভিযুক্ত তামিম পাল্টা দাবি করে বলেন, “নাদিয়ার নেতৃত্বেই প্রথমে আমার মায়ের উপর হামলা হয়েছে। আমার মা রোকেয়া তাহমিনা মাথায় আঘাত পেয়েছেন।”
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, “ঘটনার তদন্ত চলছে। উভয় পক্ষের মোট চারজন আহত হয়েছে। নাদিয়া থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”