শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নীবাজার সংলগ্ন হামিউস সুন্নাহ আমেনা খাতুন মহিলা মাদ্রাসায় আয়োজিত হলো “ছবক ইবতেদাহ” অনুষ্ঠান।
সোমবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার নন্নী ইউনিয়নের ঢেকরাপাড়ায় অবস্থিত এ মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে ছবক ইবতেদাহ উদ্বোধন করেন ইন্দিলপুর মাদ্রাসার মুহতামিম মুফতি শিহাব উদ্দিন। তিনি বলেন, “নারীদের দ্বীনি শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখছে এ ধরনের প্রতিষ্ঠান। এখানে যারা পড়ালেখা করছে, তারা একদিন সমাজে আলোর দিশারি হবে ইনশাআল্লাহ।”
মাদ্রাসার সভাপতি আলহাজ বদিউজ্জামান বাদলের সার্বিক তত্ত্বাবধানে এবং প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আবু ইউসুফের সঞ্চালনায় চতুর্থ শ্রেণি থেকে মেশকাত পর্যন্ত শ্রেণির ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এই ছবক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সভাপতি ও নন্নী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মেম্বার, মাদ্রাসার উপদেষ্টা ও নন্নীবাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি সালমান মুনির, ঢেকরাপাড়ার আবু হুরাইরা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল্লাহ, অভিভাবক মোফাচ্ছেল হোসেন, আমিরুল ইসলাম, মাওলানা জয়নাল আবেদীনসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
বক্তারা বলেন, হামিউস সুন্নাহ আমেনা খাতুন মহিলা মাদ্রাসা নারীদের জন্য নিরাপদ ও মানসম্পন্ন দ্বীনি শিক্ষার সুযোগ তৈরি করেছে। প্রতিষ্ঠানটি অল্প সময়েই এলাকার মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতে এখানে আরও উচ্চতর শ্রেণি চালু করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মুফতি শিহাব উদ্দিন। এসময় শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।