Top 5 This Week

হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা: যুবলীগ ও শিশু কিশোর পরিষদের দুই নেতা আটক

Spread the love

বিডিটাইম ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। রোববার (৪মে) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রবিউল হাসান।

আটককৃতরা হলেন—গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহসেদ দিপু।

ডিসি রবিউল হাসান জানান, হামলার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন এবং দ্রুত অভিযানের নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। হামলাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনাটি ঘটে রোববার সন্ধ্যা সাতটার দিকে, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে চান্দনা চৌরাস্তা এলাকায়। যানজটে আটকে থাকা অবস্থায় হাসনাত আবদুল্লাহর গাড়ির ওপর হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, চার-পাঁচটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা গাড়িটি লক্ষ্য করে হামলা চালায়।

পুলিশ বলছে, এ ঘটনায় প্রাথমিকভাবে রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। হামলার কারণ ও পেছনের শক্তিগুলো তদন্ত করে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish