ববি প্রতিনিধি
সম্প্রতি হিজাব এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রসঙ্গে মার্কেটিং বিভাগের একজন সাবেক শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত লিংকার্স ইন নামক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি গ্রুপে একই বিভাগের শিক্ষিকা ফাতেমা-তুজ-জোহরা নদীর বিষয়ে হিজাব পরিধানে বাধা এবং জঙ্গ তকমা দেওয়া মর্মে অভিযোগ উপস্থাপন করেন।
এ প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল গত ২২ শে আগস্ট ২০২৪ তারিখে বিভাগীয় প্রধান বরাবর একটি অভিযোগ পত্র প্রদান করে। অভিযোগ পত্রের উল্লেখিত অভিযোগের ভিত্তি করে আজ ২৫শে আগস্ট ২০২৪ তারিখে অভিযুক্ত শিক্ষিকা একটি বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, “বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব কিংবা পরীক্ষা সংক্রান্ত বিধি বিধান পালন করতে গিয়ে আমার কোনো কর্মকান্ডে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী কোনোভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাতপ্রাপ্ত হয়ে থাকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
একই সাথে আমি নিশ্চিত করতে চাই ভবিষ্যতে আমার বিভাগ কিংবা বিশ্ববিদ্যালয়ের যে কোনো দায়িত্ব পালনে এই সংক্রান্ত বিষয়ে সচেতন থাকব।”