Top 5 This Week

১ম ধাপের ভর্তি শেষে ববিতে আসন ফাঁকা ৮৬

 

ববি প্রতিনিধি

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি প্রক্রিয়ার ১ম ধাপ সম্পন্ন হয়েছে। প্রথম ধাপে মোট ১৫৭০ টি আসনের বিপরীতে ভর্তি হয়েছেন এক হাজার ৪৮৪ জন শিক্ষার্থী। এতে ভর্তির হার ৯৪ দশমিক ৫২ শতাংশ। ফলে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার পর এখনো ৮৬ টি আসন ফাঁকা রয়েছে।

শনিবার (৮ জুন) ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটি প্রধান রাহাত হোসেন ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন।

টেকনিক্যাল কমিটি সূত্রে জানা যায়, এর আগে প্রাথমিকভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ৬ জুন থেকে ৮ জুনের মধ্যে সংশ্লিষ্ট ডিন অফিসে এসে ভর্তি ফি জমার স্লিপ দেখিয়ে এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষার মূল নম্বরপত্র জমা দিতে বলা হয়। কাগজপত্র জমা দিয়ে অরিজিনাল ডকুমেন্টস জমা দেওয়ার রিসিপ্ট সংগ্রহ করে ভর্তি নিশ্চিত করতে বলা হয় তাদের।

উল্লেখ্য, এর আগে গুচ্ছ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাঝে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৬ হাজার ৪০৯ জন ভর্তির জন্য আবেদন করেছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish