যবিপ্রবি প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ১৩ দিনের ছুটিতে যাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।
রবিবার (২৫ মে) যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবিব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ৩ জুন থেকে ১১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ বন্ধ থাকবে। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি হওয়ায় শিক্ষার্থীরা মোট ১৩ দিনের ছুটি পাচ্ছেন।
তবে ছুটিকালে ছেলেদের আবাসিক হলগুলো খোলা থাকলেও মেয়েদের হল বন্ধ থাকবে। ছেলেদের হলে অবস্থান করতে হলে সংশ্লিষ্টদের নাম রেজিস্ট্রেশন করতে হবে, সার্বক্ষণিক পরিচয়পত্র বহন করতে হবে, কোনো অতিথি প্রবেশ করতে পারবে না এবং রাত ১০টার মধ্যে হলে প্রবেশ করতে হবে।