বিডিটাইম ডেস্ক
মার্কিন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ফের শুল্ক যুদ্ধের হুমকি দিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক ঘোষণায় তিনি জানিয়েছেন, আগামী ১ আগস্ট ২০২৫ থেকে একাধিক দেশের পণ্যের ওপর নতুন করে উচ্চ আমদানি শুল্ক আরোপ করা হবে।
এই ঘোষণায় অন্তত সাতটি দেশের নাম সরাসরি উল্লেখ করেছেন ট্রাম্প। এগুলো হলো: জাপান, দক্ষিণ কোরিয়া, কাজাখস্তান ,মালয়েশিয়ার উপর ২৫% শুল্ক । আর লাওস, মিয়ানমারের উপর ৪০% সর্বশেষ দক্ষিণ আফ্রিকার উপর ৩০% শুল্ক আরোপ করার ঘোষণা দেন।
ট্রাম্প বলেছেন, এসব দেশ ‘আমেরিকান চাকরি ও শিল্পের ক্ষতি করছে’, তাই যুক্তরাষ্ট্রকে সুরক্ষা দিতেই এই সিদ্ধান্ত।
এদিকে হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, এ তালিকায় ডজনখানেক দেশ রয়েছে, তবে সব নাম এখন প্রকাশ করা হয়নি।
ট্রাম্পের মুখপাত্র ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, নতুন এক নির্বাহী আদেশে শুল্ক কার্যকরের তারিখ পিছিয়ে ৯ জুলাইয়ের বদলে ১ আগস্ট নির্ধারণ করা হয়েছে। তবে কয়েকদিন আগেই, ১ জুলাই সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছিলেন, “না, আমি কোনো শুল্ক কার্যকরের তারিখ পেছানোর কথা ভাবছি না।” তাই বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই সিদ্ধান্ত আবারও তার ‘অবিশ্চয়তার কৌশল’কে সামনে এনেছে।
বিশ্ববাজারে ট্রাম্পের এই ঘোষণায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প যদি পুনরায় প্রেসিডেন্ট হন, তাহলে বিশ্বব্যাপী বাণিজ্য ও সরবরাহ চেইন নতুন করে ধাক্কা খেতে পারে।
বিশেষ করে, যেসব দেশ যুক্তরাষ্ট্রের সাথে মুক্ত বাণিজ্য চুক্তিতে আছে, তারা এখনই কৌশলগত প্রস্তুতি নেওয়া শুরু করেছে।
ট্রাম্পের সমর্থকেরা এটিকে ‘আমেরিকান স্বার্থ রক্ষার দৃঢ় পদক্ষেপ’ বললেও, বিরোধীরা একে ‘আন্তর্জাতিক বিভ্রান্তি ও বাজার অস্থিরতার প্রাথমিক সংকেত’ বলেই মনে করছেন।