Top 5 This Week

১ ছিনতাইকারীর বিরুদ্ধে ১৯ মামলা

বিডিটাইম ডেস্ক

রাজধানীর শ্যামপুর এলাকায় মে মাসজুড়ে বিশেষ অভিযান চালিয়ে ১১ পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের একজন অনিক পান্নার বিরুদ্ধে হত্যা, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় ১৯টি মামলা রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্যামপুর থানার বিশেষ টহল ও ছিনতাই প্রতিরোধ দল মে মাসে ধারাবাহিকভাবে অভিযান চালায়। অভিযানে অনিক পান্নাসহ আরও ১০ জন পেশাদার ছিনতাইকারীকে আটক করা হয়।

গ্রেপ্তার অন্যদের মধ্যে রয়েছেন—মো. আল-আমিন (১৯), শুভ শেখ (৩০), সুজন চৌধুরী (২৮), মো. শাকিল (১৯), মিরাজ হোসেন (২০), জিয়ানুর রহমান (৩৪), দুলাল মিয়া (৪০), রফিকুল ইসলাম ওরফে মিলন (৩০), সজিব শেখ ওরফে সৈকত এবং রুবেল।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের অধিকাংশই সংঘবদ্ধভাবে ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তাঁরা পথচারী ও যানবাহনে চলাচলরত ব্যক্তিদের টার্গেট করে মোবাইল, মানিব্যাগ, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিতেন। তাদের বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত একাধিক মামলার রেকর্ড রয়েছে।

গ্রেপ্তারের পর তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে ডিএমপির পক্ষ থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish