বিডিটাইম ডেস্ক
দেশের সড়কে ২০ বছরের বেশি পুরোনো বাস ও মিনিবাস আর চলাচল করতে পারবে না। অন্যদিকে, ট্রাক, কাভার্ডভ্যানসহ সব ধরনের মালবাহী মোটরযানের আয়ুষ্কাল নির্ধারণ করা হয়েছে ২৫ বছর।
বৃহস্পতিবার (১৯ জুন) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর ৩৬ নম্বর ধারা অনুযায়ী সরকার বাস ও মিনিবাসের ইকোনমিক লাইফ ২০ বছর এবং ট্রাক, কাভার্ডভ্যান ও অন্যান্য মালবাহী মোটরযানের ক্ষেত্রে ২৫ বছর নির্ধারণ করেছে।
এই আদেশ আগামী ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে। সরকার জানিয়েছে, দুর্ঘটনার হার কমানো, সড়কে শৃঙ্খলা আনা, নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবেশ দূষণ কমানোর লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ মে একই ধরনের একটি প্রজ্ঞাপন জারি করা হলেও, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রবল আপত্তির মুখে তা ওই বছরের ৩ আগস্ট স্থগিত করা হয়। তবে এবার নতুন করে একই সিদ্ধান্ত বাস্তবায়নের দিন-তারিখ নির্ধারণ করায়, সংশ্লিষ্ট মহল বিষয়টিকে সরকারের দৃঢ় অবস্থান হিসেবে দেখছে।