Top 5 This Week

২৪ ঘণ্টায় গ্রেফতার ১,৪০৫

Spread the love

বিডিটাইম ডেস্ক

গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযানে ১,৪০৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯০০ জন এবং অন্যান্য অভিযোগে ৫০৫ জন রয়েছেন।

রোববার(৪ মে) দুপুরে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি পেন গান, ছয়টি এলজি, একটি রাইফেল, একটি একনলা বন্দুক, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আ.লীগ ও সহযোগী সংগঠনের ৫ সদস্য গ্রেফতার

এদিকে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের আরও পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন—দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল হক (৬৭), মুন্সীগঞ্জের গোয়াগাছিয়ার জলদস্যু রিপন বাহিনীর প্রধান রিপন (৪১), মোহাম্মদপুর থানা মৎস্যজীবী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাওসিফ রেজা, ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকনের ঘনিষ্ঠ সহযোগী মো. জুবায়ের আশরাফ আনান (৩৭), সিরাজগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. জুয়েল সরকার (৩৬)।

মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৩০

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় শনিবার দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) একেএম মেহেদী হাসান।

পল্লবীতে ১০০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ মাদক কারবারি

পল্লবী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজা, একটি পিকআপভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগ। গ্রেফতাররা হলেন মো. সোহাগ সর্দার (২৮) ও মো. তাহিদ (২৬)। রোববার ডিএমপির মিডিয়া বিভাগ এই তথ্য জানায়।

ছিনতাই চক্রের প্রধানসহ ৪ জন গ্রেফতার

ঢাকা রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে বিমানবন্দর-কমলাপুর রুটের ছিনতাই চক্রের প্রধান ইয়াসিন (৩৪) ও তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।

ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, শনিবার বিকাল ৫টার দিকে ‘এগারো সিন্দুর গোধূলি’ ট্রেনে যাত্রীদের ছিনতাইয়ের পরপরই পুলিশের একটি বিশেষ দল অভিযানে নামে। গভীর রাতে ইয়াসিনকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী আরও তিন সহযোগী— মো. হৃদয় (২০), মো. হৃদয় (২৫) ও মো. ফাহিমকে গ্রেফতার করা হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish