বিডিটাইম ডেস্ক
ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। একইসঙ্গে, নতুন সরকার গঠনের দিন ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং আন্দোলনের সময় ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদের স্মরণে ওই দিনকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই তিন দিবস ঘিরে সরকারি পরিপত্র জারি করা হয়। এতে বলা হয়, প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় দিবসগুলো পালন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
শ্রেণিভুক্ত হলো দিবসগুলো: ৫ আগস্ট ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ ‘ক’ শ্রেণিভুক্ত, ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ ‘খ’ শ্রেণিভুক্ত, ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ ‘খ’ শ্রেণিভুক্ত।
২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র–জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে ১৬ জুলাই নিহত হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ।
এরপর আন্দোলনের চাপে পড়ে ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান।
তিন দিন পর, ৮ আগস্ট, নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
তিনটি দিবসই এখন থেকে রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে। দিবসগুলোতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শহীদদের স্মরণে কর্মসূচি, সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র, আয়োজনের পরিকল্পনা রয়েছে।