Top 5 This Week

৫ মে দেশে ফিরছেন খালেদা জিয়া

Spread the love

বিডিটাইম ডেস্ক

দীর্ঘ চিকিৎসা শেষে আগামী ৫ মে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। আগামী৪ মে তার ঢাকা ফেরার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এবিএম জাহিদ হোসেন। তিনি বলেন, “চিকিৎসার চূড়ান্ত ধাপ চলছে, শারীরিক অবস্থা অনেক ভালো।”

এই সফরে খালেদা জিয়ার সঙ্গে থাকছেন বড় পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, ছোট পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান এবং ডা. জাহিদ হোসেন।

উল্লেখ্য, চলতি বছরের ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছিলেন। ভর্তি হন দ্য লন্ডন ক্লিনিকে।

দীর্ঘ চার মাস চিকিৎসার পর দেশে ফেরার খবরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish