Top 5 This Week

৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

বিডিটাইম ডেস্ক

সরকারের বর্তমান অন্তর্বর্তী প্রশাসন একসঙ্গে পাঁচজন সচিব ও একজন গ্রেড-১ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। বৃহস্পতিবার (১৯জুন) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন:বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) কাজী এনামুল হাসান, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন অ্যাকাডেমির মহাপরিচালক (সচিব) সুকেশ কুমার সরকার, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মুহম্মদ ইব্রাহিম, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) ড. মো. সহিদ উল্যাহ, ওএসডি সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) ড. লিপিকা ভদ্র।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ নম্বর ধারা অনুযায়ী তাদের এই বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। এই ধারায় বলা হয়েছে, চাকরিতে ২৫ বছর পূর্ণ হলে কোনো কারণ দর্শানো ছাড়াই সরকার যে কোনো কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, এই কর্মকর্তারা বিধি অনুযায়ী তাদের অবসরকালীন সকল সুবিধা পাবেন।

এর আগে অন্তর্বর্তী সরকার বেশ কয়েকজন সচিবকে একই ধারায় বাধ্যতামূলক অবসরে পাঠায়, যাঁদের অধিকাংশই আওয়ামী লীগ সরকারের সময়ে পদোন্নতি পেয়েছিলেন। নতুন করে ছয়জনের অবসর সেই ধারাবাহিকতাকেই ইঙ্গিত করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish