বিডিটাইম ডেস্ক
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ছাত্রদল নেতা মুজিবুর রহমান (২০) ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পাচ্ছে না পরিবার। এ ঘটনায় এলাকায় ও ছাত্রদল কর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
নিখোঁজ মুজিবুর রহমান ধেচুয়া পালং এলাকার মো. ফয়েজ উল্লাহর ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাম্প্রতিক জুলাই ছাত্র আন্দোলনের সম্মুখসারির কর্মী ছিলেন।
পরিবারের দাবি, গত ১৯ মে সকালে বড় ডেবার নিজ কম্পিউটার দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মুজিবুর। এরপর তিনি আর ফেরেননি। ফোন নম্বরও বন্ধ পাওয়া যায়। ২২ মে রামু থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা ফয়েজ উল্লাহ।
রামু উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সানাউল্লাহ বলেন, “মুজিবুর সাহসী ও নিবেদিতপ্রাণ কর্মী। তার হঠাৎ নিখোঁজ হওয়া আমাদের গভীরভাবে ভাবিয়ে তুলেছে।”
রামু থানার ওসি তৈয়বুর রহমান জানান, “মুজিবুরের পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।”