বিডিটাইম ডেস্ক
চট্টগ্রামে ছয়জন শিশু শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।
একইসঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
বুধবার (৫ জুন) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি নাজিম উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত নাজিম উদ্দিন (৪১) চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় অবস্থিত রহমানিয়া তাহফিজুল কুরআন একাডেমির পরিচালক ও শিক্ষক ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পূর্ব ধুরং গ্রামে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৫ আগস্ট থেকে ২০২১ সালের ১ মার্চ পর্যন্ত সময়ে মাদ্রাসায় অবস্থানরত ৬ শিশু শিক্ষার্থীকে ভয়ভীতি প্রদর্শন করে একাধিকবার ধর্ষণ করেন শিক্ষক নাজিম। ২০২১ সালের ৪ মার্চ এক ছাত্রের বড় ভাই বিষয়টি জানতে পেরে পাঁচলাইশ থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে নাজিমকে গ্রেফতার করে। পরে আরও পাঁচজন শিক্ষার্থী একই ধরনের অভিযোগ করে।
পুলিশি জিজ্ঞাসাবাদে নাজিম অপরাধ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন জানান, মামলাটির তদন্ত শেষে চার্জশিট দেওয়া হয় এবং আদালত রাষ্ট্রপক্ষে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। আসামিপক্ষে দুইজন সাফাই সাক্ষ্য দেন। সব শুনানি শেষে আদালত তাকে আমৃত্যু কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
আসামির এই সাজা নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় দেওয়া হয়েছে বলে আদালত সূত্র জানিয়েছে।