Top 5 This Week

উচ্চশিক্ষার মানোন্নয়নে যৌথভাবে কাজ করবে ইউজিসি- চাইনিজ বিশ্ববিদ্যায়সমূহ

Spread the love

বিডিটাইম ডেস্ক:

উচ্চশিক্ষার মানোন্নয়নে যৌথভাবে কাজ করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও চাইনিজ বিশ্ববিদ্যায়সমূহ

বুধবার (২৯মে) ইউজিসিতে ৯ সদস্যের চাইনিজ প্রতিনিধি দলের সাথে ইউজিসির এক মতিবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ইউজিসি’র গবেষণা ও তথ্য সংরক্ষণ বিভাগের পরিচালক ড. মোঃ ফখরুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন এবং চীনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চীনের হারবিন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ভাইস ডিন প্রফেসর লিউ শুশেং

মতবিনিময় সভায় বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য চীনের একাধিক প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের সুযোগ তৈরি, দুই দেশের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জন্য এক্সচেঞ্জ প্রোগ্রামসহ যৌথ সহযোগিতার ক্ষেত্র উন্মোচনে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ইউজিসি এবং চাইনিজ প্রতিনিধি দল । খুব শিগগিরই সহযোগিতার ক্ষেত্রসমূহ চিহ্নিত করে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে জানিয়েছে তারা।

প্রফেসর সাজ্জাদ হোসেন বলেন, গবেষণা ও উদ্ভাবন ব্যতীত দেশের অর্থনীতির কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন কখনোই সম্ভব হবে না। বিজ্ঞান ও প্রযুক্তি খাতে দক্ষ জনবল তৈরি করা না গেলে ২০৪১ সালের মধ্যে দেশকে একটি উন্নত দেশে রূপান্তরের লক্ষ্য অর্জন সম্ভব হবে না।

তিনি বাংলাদেশর উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নে যৌথ সহযোগিতামূলক কার্যক্রমের ক্ষেত্রসমূহ চিহ্নিতকরণ এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য চীনা প্রতিনিধি দল এবং ইউজিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানান।

তিনি আরো বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষার ক্ষেত্র অনেক বিস্তৃত। বর্তমানে ১৭৫টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫০ লাখ শিক্ষার্থী অধ্যয়নরত আছে। এ বিশাল সংখ্যক শিক্ষার্থীর জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে, যৌথ গবেষণা, কারিকুলাম উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং প্রথম সারির চাইনিজ বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে স্কলারশিপ চালুর উদ্যোগ গ্রহণ করা গেলে দুই দেশের উচ্চশিক্ষা খাতই উপকৃত হবে।

চীনা প্রতিনিধি দলের সদস্যরা বলেন, চীনের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপের আওতায় বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণ করছে। বাংলাদেশের শিক্ষার্থীরাও স্কলারশিপের এ সুযোগ গ্রহণ করতে পারে।

এসময় ইউজিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish