পটুয়াখালী প্রতিনিধি
কলাপাড়ার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের আরিফুর রহমানের ছেলে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক তামিম কে মারধর করে আবার নিজেরাই আহত সেজে হাসপাতালে ভর্তি হয়ে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ উঠেছে আল আমিন কবিরাজ ও রিয়াজ কবিরাজের বিরুদ্ধে।
গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে লালুয়া হাসনাপাড়া আবাসন এলাকায় এই ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী। শিক্ষার্থীর নাম আবু বকর সিদ্দিক তামিম। তিনি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের হাদিস বিভাগে পড়াশোনা করছেন। তামিম স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর সাথে সম্পৃক্ত।
ঘটনার বর্ণনায় ভুক্তভোগী শিক্ষার্থী আবু বকর সিদ্দিক তামিম বলেন, আল আমিন কবিরাজ ও রিয়াজ কবিরাজ আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী, ক্ষমতার দাপটে বিভিন্ন জায়গা দখল করাই এদের নিত্য দিনের অভ্যাস, আমাদের পৈত্রিক সম্পত্তি তাঁরা জোর করে ভোগদখল করছে, ঘটনার দিন আমাদের গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে আমার বাবা আরিফুর রহমান কে মারধর করতে থাকে। আমি আমার বাবাকে রক্ষাকরতে গেলে আল আমিন কবিরাজ আমার মাথায় ইটদিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেয়।
আমাদের কে ফাঁসানোর জন্য রিয়াজ কে দিয়ে মিথ্যা মামলা সাজায় তাঁরা এবং হাসপাতালে ভর্তি হয়। এবং রিয়াজের অভিযোগ তাঁকে কোপানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মো: কবির বলেন তাঁর শরীরের কোপের কোন চিহ্ন পাওয়া যায় নি, তবে হালকা দাগ রয়েছে।
এ বিষয়ে রিয়াজ কবিরাজকে একাধিকবার ফোন করলেও রিসিভ করে নি।