Top 5 This Week

আবু সাঈদের হত্যাকাণ্ডে জড়িত ছাত্রলীগ নেতাদের সিট বাতিলের দাবি

বেরোবি প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের হত্যাকাণ্ডে জড়িত ছাত্রলীগ নেতাদের সিট বাতিলের দাবি সহ প্রশাসনের কাছে ১১ দফা দাবি উত্থাপন করেছে বঙ্গবন্ধু হলের শিক্ষার্থীরা

মঙ্গলবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মো. আমির শরিফের নিকট স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের পক্ষ থেকে স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লিখিত দাবি সমূহ হলো; ডায়নিং এ খাবারের মান উন্নত করতে হবে, প্রয়োজনে বিশ্ববিদ্যালয় থেকে ভর্তুকির ব্যবস্থা করতে হবে। ছাত্রলীগের পদধারী এবং ১৬ জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আবাসিক শিক্ষার্থীদের সিট বাতিল করতে হবে। (বিশ্ববিদ্যালয় এবং তদন্ত সাপেক্ষ প্রমাণিত), মেধা ও অসচ্ছলতার ভিত্তিতে আসন বরাদ্দ দিতে হবে এবং প্রত্যেক বিভাগকে সমাহারে আসন বরাদ্দ দিতে হবে।

হলে অবস্থান কালে কোন শিক্ষার্থী মাদক গ্রহণ করলে তার সিট বাতিল ও যথাযথ শাস্তির আওতায় আনতে হবে। দৈনন্দিন জীবনে ব্যাঘাত ঘটায় (যেমন: বিদ্যুৎ, লাইট, ফ্যান ও নিয়মিত ক্লিনার করতে হবে), হলে আবাসিক কোন শিক্ষার্থীর সিটে অনাবাসিক কোনো শিক্ষার্থী থাকতে চাইলে উক্ত আবাসিক শিক্ষার্থী ও প্রভোস্ট বডির লিখিত অনুমতি ও সীল নিয়ে থাকতে হবে। সেক্ষেত্রে উক্ত সিটে যে থাকবেন তাকে রানিং শিক্ষার্থী হতে হবে।

২য় তলা মসজিদে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করতে হবে। হলের সিট ভাড়া কমাতে হবে এবং সেমিস্টার প্রতি অ্যাটাসমেন্ট ফি, জরিমানা ফি বাতিল করতে হবে। হল সমাপনীর ব্যবস্থা করতে হবে। হলের প্রতিটি ফ্লোর সিসি টিভির আওতায় নিয়ে আসতে হবে এবং হলে আবাসনের ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হবে। রিডিং রুমে পড়ার পরিবেশ নিশ্চিত করতে হবে এবং হল মাঠ উদ্ধার ও সংস্কার করতে হবে।

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের প্রভোস্ট মো. আমির শরিফ বলেন, আমরা শিক্ষার্থীদের দাবি দেখেছি, তাদের দাবি যৌক্তিক। আমরা এসব আগেই আলোচনা করেছি। কিন্তু কিছু দাবি অমত আছে, আমরা এ নিয়ে কাল আলোচনায় বসব এবং মেরিট অনুযায়ী হলের সিট দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish