বিডিটাইম ডেস্ক
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের ছাত্র ও ইসলামী ছাত্রশিবির নেতা আবু রুহানী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি পলাশ ইসলাম (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ মে) রাত পৌনে ১০টার দিকে শহরের নবাববাড়ি রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত পলাশ ইসলাম বগুড়া শহরের বৃন্দাবনপাড়া উত্তরপাড়ার মৃত নুর আলম টুকুর ছেলে। তিনি রুহানী হত্যা মামলার ৩ নম্বর আসামি। একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিমুল হত্যা মামলার আসামিও তিনি বলে জানিয়েছে পুলিশ।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, “২০১৩ সালের ৩১ জানুয়ারি দুপুরে ফুলবাড়ি এলাকায় সরকারি আজিজুল হক কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র আবু রুহানীকে খুন করা হয়। এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।”
ওসি আরও জানান, পলাশ ইসলাম দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, রুহানী হত্যাকাণ্ড ছাড়াও পলাশ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বৃন্দাবনপাড়ায় সংঘটিত শিমুল হত্যা মামলারও আসামি।