Top 5 This Week

বাকৃবিতে নিয়োগে অনিয়ম হলে অভিযোগ দেওয়ার আহ্বান তদন্ত কমিশনের

Spread the love

 

বাকৃবি প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিয়োগ, পদোন্নতি, প্রশাসনিক অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি এবং আর্থিক লেনদেনসহ বিভিন্ন অসংগতি নিয়ে অভিযোগ করার জন্য ভুক্তভোগী বা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রতি আহ্বান জানিয়েছে তদন্ত কমিশন।

গতকাল রবিবার তদন্ত কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. মজিবর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে কেউ যদি স্বৈরাচার সরকারের আমলে (জানুয়ারি ২০০৯ হতে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত) নিয়োগ, পদোন্নতি বা পর্যায়োন্নয়নে কোন অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনসহ প্রশাসনিক অনিয়মের শিকার হয়ে থাকেন অথবা এসকল বিষয়ে তাদের নিকট সুনির্দিষ্ট কোন তথ্য থাকে তবে তারা এই বিষয়গুলো নিয়ে তদন্ত কমিটির নিকট অভিযোগ করতে পারবেন।

বিজ্ঞপ্তি সূত্রে আরও জানা যায়, অভিযোগকারীরা আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে তদন্ত কমিশনের নিকট অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ ফরমটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। ফরমটি পূরণ করে সরাসরি অথবা পিডিএফ আকারে ইমেইলের মাধ্যমেও পাঠানো যাবে।

তদন্ত কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. মজিবর রহমান বলেন, জমাকৃত অভিযোগে অভিযোগকারীদের পরিচয় পূর্ণ গোপনীয়তার সাথে বিবেচনা করা হবে। অভিযোগের প্রেক্ষিতে যথাযথ তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আমরা এই উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও অসংগতি নিরসনে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করছি।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের জোরালো দাবির প্রেক্ষিতে বিগত সাড়ে ১৫ বছরে বাকৃবিতে সংঘটিত সব প্রকার দুর্নীতি, জুলুম-নির্যাতন এবং আর্থিক ও প্রশাসনিক অনিয়মের বিষয় তদন্ত করার জন্য ২৬ সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়। গত ১৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে গণতদন্ত কমিশন গঠনের বিষয়টি প্রকাশ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish