Top 5 This Week

আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিন আটক

বিডিটাইম ডেস্ক

যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাফিজ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ জুন) দুপুর ১২টা ৩০ মিনিটে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, চেয়ারম্যান হাফিজ উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে মামলাগুলোর বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

রোহিতা ইউপি সচিব কৃষ্ণগোপাল মুখার্জি বলেন, “চেয়ারম্যান হাফিজ উদ্দিন সকালে অফিসে এসে কয়েকটি নথিতে স্বাক্ষর করেন এবং ইউপি সদস্যদের সঙ্গে আলোচনায় ছিলেন। এ সময় খেদাপাড়া পুলিশ ক্যাম্পের এএসআই রইচ উদ্দিন প্রথমে উপস্থিত হন। এরপর মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খানের নেতৃত্বে পুলিশের একটি দল এসে চেয়ারম্যানকে রোহিতা বাজারে নিয়ে যায় এবং সেখান থেকেই তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।”

গ্রেফতার হওয়া হাফিজ উদ্দিন উপজেলার বাগডোব গ্রামের বাসিন্দা এবং সাবেক ইউপি চেয়ারম্যান নওশের আলীর ছেলে।

মণিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান বলেন, “চেয়ারম্যান হাফিজ উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তদন্ত ও যাচাই শেষে বিস্তারিত জানানো হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish