Top 5 This Week

গেস্টহাউসে তল্লাশি করে ভাইরাল হওয়া ব্যক্তিকে গ্রেপ্তার

বিডিটাইম ডেস্ক

চট্টগ্রামের একটি গেস্টহাউসে সাংবাদিক পরিচয়ে ক্যামেরা নিয়ে কক্ষে কক্ষে তল্লাশি চালিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া হান্নান রহিম তালুকদার নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ জুন) রাত ১১টার দিকে নগরের কোতোয়ালি মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন। তিনি জানান, গেস্টহাউস কর্তৃপক্ষের করা চাঁদাবাজির মামলায় মঙ্গলবার হান্নানকে আদালতে হাজির করা হবে।

গত শনিবার হান্নান তার নিজস্ব ফেসবুক আইডি থেকে গেস্টহাউসের ভেতরে তল্লাশির একটি ভিডিও পোস্ট করেন, যার দৈর্ঘ্য ছিল ১৫ মিনিট ৪৪ সেকেন্ড। ভিডিওতে দেখা যায়, তিনি সাংবাদিক পরিচয়ে গেস্টহাউসে প্রবেশ করে একের পর এক কক্ষে গিয়ে অতিথিদের পরিচয় জানতে চান এবং বিভিন্ন প্রশ্ন করেন—যেমন: “কেন এসেছেন, কার সঙ্গে এসেছেন।”

সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার জন্ম দেয়। অনেকে প্রশ্ন তোলেন—সাংবাদিক পরিচয়ে কি কেউ গেস্টহাউসের কক্ষে কক্ষে গিয়ে জেরা করতে পারে? পুলিশ জানায়, সাংবাদিকের এমন তল্লাশি চালানোর কোনো এখতিয়ার নেই।

হান্নান নিজেকে দৈনিক চট্টগ্রাম সংবাদ-এর সম্পাদক এবং সিএসটিভি২৪-এর চেয়ারম্যান হিসেবে পরিচয় দিলেও, এই দুটি প্রতিষ্ঠানের নিবন্ধন রয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। তিনি নিজেকে চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য বললেও প্রকৃতপক্ষে তিনি ক্লাবের সদস্য নন বলে জানা গেছে।

এছাড়া সামাজিক মাধ্যমে বিএনপি ও যুবদলের নেতাদের সঙ্গে তার ছবি ও পোস্ট দেখা গেছে। নিজেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সদস্যসচিব পদপ্রার্থী হিসেবেও উল্লেখ করেছেন তিনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক আর রাজী বলেন, “কোনো সাংবাদিক এমন কাজ করতে পারেন না। এটি পেনাল কোডের ৪৪২ ও ৪৪৮ ধারা, আইসিটি আইন, এবং প্রেস কাউন্সিলের আচরণবিধির লঙ্ঘন। ভুক্তভোগীরা মানহানি ও হয়রানির মামলা করতে পারেন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish