Top 5 This Week

ধর্ষণ মামলায় বেনাপোল পৌর কৃষক দল সভাপতি কারাগারে, পদ স্থগিত

বিডিটাইম ডেস্ক

যশোরের বেনাপোল পৌর কৃষক দলের সভাপতি জসিম উদ্দীনকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২৩ জুন) আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জসিম উদ্দীন যশোরের বেনাপোল পৌর শহরের সাদিপুর গ্রামের মোশারফ বিশ্বাসের ছেলে।

মামলার এজাহারে বলা হয়েছে, যশোর পৌরসভার শংকরপুর ইসহাক সড়কের বাসিন্দা এক নারীর সঙ্গে পাঁচ মাস আগে ফেসবুকে পরিচয় হয় জসিম উদ্দীনের। পরিচয়ের পর বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। একপর্যায়ে বিয়ের প্রস্তাব দেন জসিম, তাতে রাজিও হন ওই নারী।

এরপর বেনাপোলের একটি হোটেল ও ঝিনাইদহে জসিমের খালার বাড়িতে নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন তিনি। সর্বশেষ গত ২০ এপ্রিল শহরের একটি হোটেলে সম্পর্ক করেন তারা। কিন্তু এরপর থেকেই জসিম বিয়ের বিষয়টি এড়িয়ে যেতে থাকেন এবং ২৩ এপ্রিল শহরের আইনজীবী সমিতি এলাকায় এসে বিয়ে না করার কথা জানিয়ে ওই নারীকে হুমকি দিয়ে চলে যান।

ঘটনার পর ভুক্তভোগী নারী বাধ্য হয়ে ২৫ এপ্রিল যশোর কোতোয়ালি মডেল থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

জসিম উদ্দীনের গ্রেপ্তারের পর মঙ্গলবার (২৪ জুন) যশোর জেলা কৃষক দলের আহ্বায়ক অধ্যক্ষ মকবুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তার পদ স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিষয়টি সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে।”

কৃষক দলের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, দলীয় অবস্থান থেকে এ ধরনের ঘটনার প্রতি কোনো প্রশ্রয় দেওয়া হবে না।

এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয় পর্যায়ে দলীয় শৃঙ্খলা এবং নেতৃত্ব নির্বাচনে আরও সতর্কতার আহ্বান জানিয়েছেন অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish