বিডিটাইম ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৯ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত অনিয়মের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে বৃহস্পতিবার (২৬ জুন) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত সময়ে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত কোন অনিয়ম হয়ে থাকলে তা লিখিতভাবে প্রমাণসহ তদন্ত কমিটির কাছে দাখিলের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
তদন্ত কমিটির কাছে অভিযোগ দাখিলের শেষ সময় ২৫ জুলাই। অভিযোগপত্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের বরাবর জমা দিতে হবে, যিনি এই তদন্ত কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে, গত ১৭ মার্চ অনুষ্ঠিত সিন্ডিকেট বৈঠকে এ বিষয়ে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক তাজমেরী এস এ ইসলামকে।
কমিটির অন্য সদস্যরা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ, লোকপ্রশাসন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য আ কা ফিরোজ আহমদ এবং আইন অনুষদের বর্তমান ডিন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, শিক্ষক নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে কোনো পক্ষ অনিয়ম বা পক্ষপাতিত্বের শিকার হয়ে থাকলে নির্ভয়ে তথ্য-প্রমাণসহ লিখিত অভিযোগ জমা দিলে তা তদন্ত সাপেক্ষে যথাযথভাবে বিবেচনা করা হবে।