Top 5 This Week

“শেখ হাসিনার পতন অন্যায়ের পরাজয়”—বঙ্গবীর কাদের সিদ্দিকী

বিডিটাইম ডেস্ক

বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, “শেখ হাসিনার পতন ন্যায়ের কাছে অন্যায়ের পরাজয়। এই পতনের পেছনে রয়েছে জনগণের ইচ্ছা, রাজনৈতিক দলের ঘাম-শ্রম এবং আল্লাহর রহমত।”

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলা হলরুমে তাঁর প্রয়াত স্ত্রী নাসরিন সিদ্দিকীর স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমি যদি শেখ হাসিনার মতো করি, আমারও পতন হবে। অন্য কেউ যদি করেন, তারও হবে। বৈষম্যবিরোধী আন্দোলন যারা করেছেন, তারাও এ পরিবর্তনের শরিক।”

বঙ্গবন্ধু প্রসঙ্গে তিনি বলেন, “বঙ্গবন্ধুকে কেউ ভাঙতে বা মুছতে পারবে না। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা—সবই অক্ষয় ও অমর। আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, কিন্তু মানুষের অন্তরে বঙ্গবন্ধু নিষিদ্ধ নন। মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর আওয়ামী লীগও নিষিদ্ধ নয়।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। সভাপতিত্ব করেন সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খান।

এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, সখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ হাবীবসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish