বিডিটাইম ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাই মাসের প্রদর্শনী চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধরার (২ জুলাই) রাত ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ের সামনে এ বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই উত্তেজিত হয়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন দলের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুলাই মাসে ঘটে যাওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের নানা ঘটনা নিয়ে একটি ভ্রাম্যমাণ প্রদর্শনী চলছিল। পিকআপভ্যানের পেছনের স্ক্রিনে ডকুমেন্টারি দেখানোর সময় হঠাৎ বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে ভ্যানটির ডান পাশের পেছনের একটি অংশ ভেঙে যায় এবং স্ক্রিনের পর্দা ছিঁড়ে যায়। তবে উপস্থিত সকলে নিরাপদ দূরত্বে থাকায় কেউ গুরুতর আহত হননি।
দলটির যুগ্ম সদস্যসচিব আরিফুর রহমান তুহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এটি আমাদের শান্তিপূর্ণ কার্যক্রমে উদ্দেশ্যমূলক হামলা। এ ঘটনার তীব্র নিন্দা জানাই।”
বিস্ফোরণের প্রতিবাদে রাত সাড়ে ১২টার দিকে তাৎক্ষণিকভাবে একটি বিক্ষোভ মিছিল শুরু করে এনসিপির নেতাকর্মীরা। বাংলামোটর থেকে শুরু হওয়া মিছিলে তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে থাকেন—
‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘যেই হাত ককটেল মারে, সেই হাত ভেঙে দা’,
‘সেই হাত গুঁড়িয়ে দাও, যেই হাত ককটেল মারে’—এমন স্লোগানে মুখর হয়ে ওঠে বাংলামোটর চত্বর।
এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, দলটির গণপ্রচারণা, জুলাই পদযাত্রা ও আন্দোলন কর্মসূচি বানচাল করতেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।
দলটির কেন্দ্রীয় নেতারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবির পাশাপাশি রাজধানীতে নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন।