রাজশাহী প্রতিনিধি
রাজশাহী মহানগরে যুবলীগ নেতাকে ধরার নামে ‘মব তৈরি করে’ বড় ভাইয়ের শ্বশুরবাড়িতে লুটপাটের অভিযোগ উঠেছে ছাত্রদলের সাবেক এক নেতার বিরুদ্ধে।
এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগীর শাশুড়ি হাবিবা আক্তার। শুক্রবার (৪ জুলাই) দুপুরে নগরীর চন্দ্রিমা থানায় তিনি মামলাটি দায়ের করেন।
অভিযোগের প্রধান আসামি মাহমুদ হাসান ওরফে শিশিল, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি। মামলায় তার নামসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা ৮–১০ জনকে আসামি করা হয়েছে।
গত বুধবার (২ জুলাই) দুপুরে নগরীর পদ্মা পারিজাত এলাকার একটি আটতলা ভবন ঘেরাও করেন স্থানীয় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা–কর্মীরা। তাঁরা দাবি করেন, ওই ভবনেই রয়েছেন রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি। ফেসবুকে ‘অভিযানের’ লাইভ প্রচারও হয়।
তবে গুঞ্জন রয়েছে, রনি অনেক আগেই দেশত্যাগ করেছেন। তিনি অভিযানের সময় ফোনে যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকারকে বলেন, “আমি অনেক দূরে আছি, কষ্ট করে লাভ নেই, সময় হলে নিজেই আসব।”
ঘটনার একপর্যায়ে পুলিশ উপস্থিত হলেও ততক্ষণে ‘অভিযানকারীরা’ ভবনের ছয়তলায় উঠে তল্লাশি চালান। ভুক্তভোগী হাবিবা আক্তারের দাবি, তাঁকে ভয় দেখিয়ে ঘরে ঢুকে নগদ ২ লাখ টাকা ও প্রায় ১২ লাখ টাকার স্বর্ণালংকার লুট করা হয়েছে।
হাবিবা আক্তার বলেন, তাঁর জামাতা মেহেদী হাসান সিজারের আপন ভাই মাহমুদ হাসান। সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক বিরোধ চলছে। এ নিয়ে আগের রাতেও মেহেদীকে মারধরের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
মেহেদী হাসান বলেন, “এটা যুবলীগ নেতাকে ধরার কোনো অভিযান না, এটা পুরোপুরি আমাদের পরিবারকে ভয় দেখানোর জন্য সাজানো নাটক। এর পেছনে আমার নিজের ভাইই আছে।”
অভিযোগ অস্বীকার করে মাহমুদ হাসান বলেন, “আমি কাউকে ফ্ল্যাটে ঢুকতে দিইনি। সেখানে পুলিশ, সাংবাদিক সবাই ছিলেন। আমার ভাই আওয়ামী লীগ আমলে ছাত্রলীগ-যুবলীগকে অনেক ফাইন্যান্স করেছে। সে এখন ব্যবসায়ী, আমাকে অনেকভাবে হয়রানি করেছে।”
তিনি আরও বলেন, “আমি যুবলীগ নেতাকে ধরতেই গিয়েছিলাম, পারিবারিক বিরোধ তো থাকতেই পারে।”
চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান বলেন, “বাড়ি ঘেরাও ও ভেতরে ঢুকে লুটপাটের অভিযোগে মামলা হয়েছে। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
ভুক্তভোগী হাবিবা আক্তার জানান, শনিবার (৫ জুলাই) সকাল ১১টায় তিনি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলন করবেন।