Top 5 This Week

চট্টগ্রামে ছাত্র আন্দোলনের নেতার বিরুদ্ধে দুই কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে দুই কোটি টাকা চাঁদা না দেওয়ায় স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলেছেন রিয়াজুল জান্নাত নামের এক নারী। তার দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিজাম উদ্দিন তার স্বামীর কাছ থেকে চাঁদা দাবি করেছিলেন।

টাকা না পেয়ে তাকে ‘মব’ তৈরি করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং পরে তাকে কারাগারে পাঠানো হয়। অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের কাছে লিখিত চিঠি দিয়েছেন তিনি।
অভিযোগ অস্বীকার করে নিজাম উদ্দিন দাবি করেছেন, বিষয়টি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। বরং তিনি নিজেই মানহানির মামলার প্রস্তুতি নিচ্ছেন।

শনিবার (৫ জুলাই) কমিশনার হাসিব আজিজ বরাবর দেওয়া চিঠিতে রিয়াজুল অভিযোগ করেন, তাঁর স্বামী নওশেদ জামাল চট্টগ্রামের মেঘনা পেট্রোলিয়াম এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং জামায়াতে ইসলামীর রোকন। সম্প্রতি নিজাম উদ্দিন তাঁর স্বামীর কাছ থেকে দুই কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় একটি মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তারের পাঁয়তারা চালানো হয়।

রিয়াজুলের অভিযোগ অনুযায়ী, নিজাম উদ্দিন পরিচয় দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে। তিনি বিভিন্ন সময়ে ফোনে এবং সরাসরি তার স্বামীকে চাপে ফেলেন। ৬ মিনিট ৫০ সেকেন্ডের একটি ভিডিও উপস্থাপন করে রিয়াজুল দাবি করেন, ওই ভিডিওতে নিজাম উদ্দিন বলেন, “আপনার যার প্রতি ক্ষোভ, ওই তিনজনকে… করে দিতে পারবে… দেশে থাকতে হবে, এটা মাথায় রাইখেন।”

অভিযোগ অস্বীকার করে নিজাম উদ্দিন বলেন, ‘এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ওই নারী প্রথমে ১০ লাখ টাকা বলেছিলেন, এখন বলছেন দুই কোটি টাকা! আমি স্পষ্টভাবে সিএমপি কমিশনারকে বলেছি, ১% সত্যতাও যদি প্রমাণ হয়, আমি স্বেচ্ছায় কারাগারে যাব।’

তিনি আরও দাবি করেন, নওশেদ জামাল ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের শ্রমিক সংগঠনের নেতা ছিলেন। এখন নিজেকে জামায়াত নেতা পরিচয় দিয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছেন।

সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) মাহমুদা বেগম বলেন, ‘এক নারী দুই কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ দিয়েছেন। কমিশনার স্যার বিষয়টি খতিয়ে দেখছেন।’

নিজাম উদ্দিন জানান, মিথ্যা অভিযোগের কারণে তিনি রিয়াজুল জান্নাতের বিরুদ্ধে মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish