Top 5 This Week

রাষ্ট্রের উন্নয়নের জন্যই নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠা প্রয়োজন: বেরোবি উপাচার্য

বেরোবি প্রতিনিধিঃ

রংপুর বেগম রোকয়া বিশ্ববিদ্যালয়ের  (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা ও সচেতনতা সৃষ্টিতে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য অপরিসীম। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে অনেক অগ্রগতি অর্জন করেছে

দেশের সামাজিক ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে নারীর অবদান অনস্বীকার্য। সুতরাং রাষ্ট্রের উন্নয়নের জন্যই নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠা প্রয়োজন।

আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে শুক্রবার (০৮ মার্চ) সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন,   শোভাযাত্রার পরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ভবনের ২য় তলায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ইফ্ফাত আরা বাঁধনের সঞ্চালনায় উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. শফিকুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. বিজন মোহন চাকী, রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক  সৈয়দ আনোয়ারুল আজিম, ক্যাফেটেরিয়ার পরিচালক উমর ফারুক, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক দিপীকা বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish