Top 5 This Week

কুবিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ‘ক’ ও ‘খ’ ক্যাটাগরিতে ৬ জন সহ মোট ১৬ জন শিশু শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিয়েছেন উপাচার্য ড. এ এফ এম আবদুল মঈন।

শুক্রবার (১৭ মার্চ) বেলা ১২:৩০ টায় প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর রুমে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

ব্যবসা শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে  ৫ম তলা পরীক্ষা হল রুমে সকাল ১০:৩০টা থেকে ১১:৩০ পর্যন্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । এতে ‘ক’ ক্যাটাগরিতে শিশু শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী এবং ‘খ’ ক্যাটাগরিতে ৩য় থেকে ৫ম শ্রেণীর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ১২ টা স্কুলে প্রায় অর্ধশত শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এতে ক গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে বার্ড মডেল স্কুলের তিন শিশু শিক্ষার্থী আইয়ান হাসান রাফিক ( ১ম শ্রেণী) , আসফিয়া মিলহান (২য় শ্রেণী) ও আফসান ( নার্সারি শ্রেণী)
খ গ্রুপ থেকে প্রথম স্থান অর্জন করেছে বার্ড মডেল স্কুলের চতুর্থ শেণীর শিক্ষার্থী হুরী জান্নাত তাছনিম, দ্বিতীয় স্থান অর্জন করেছে রাহমানিয়া মডেল স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সাইদা জামান এবং তৃতীয় স্থান অর্জন করেছে ওয়াইডাব্লুসিএ স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আফনান আহাদ নিনীথ।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার আহ্বায়ক অধ্যাপক ড. মেহের নিগার বলেন, আজকে এই চিত্রাঙ্কন প্রতিযোগীতার প্রধান উদ্দেশ্য শিশুদের উৎসাহ প্রদান করা। শিশুরা যেন দেশকে, দেশের সমাজ ব্যবস্থাকে, সংস্কৃতিকে যেন চিত্রের মাধ্যমে তুলে ধরতে পারেন এবং চিত্রাঙ্কনের মাধ্যমে শিশুদের মননশীলতারও বিকাশ ঘটবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন শিশুদের পছন্দ করতেন। তারই স্মৃতিতে এই আয়োজন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ ড. মো. আসাদুজ্জামান, এবং বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন ও শিশু দিবস-২০২৪ এর আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish