Top 5 This Week

ববির পরিবহন পুলের নতুন ম্যানেজার মো.মিজানুর রহমান

ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পরিবহন পুলের ম্যানেজার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মো.মিজানুর রহমানকে।

১৮ই মার্চ সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরিবহন পুলের ম্যানেজার হিসেবে তিনি  দায়িত্ব পালন করবেন। এবং উল্লিখিত দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট শিক্ষক বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন, তবে যদি তিনি একাধিক অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকেন সেক্ষেত্রে বিধি মোতাবেক যেকোন একটির ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন।

নির্ধারিত তারিখ অনুযায়ী পূর্ববর্তী ম্যানেজার দায়িত্ব হস্তান্তর করবেন এবং নবনিযুক্ত ম্যানেজার দায়িত্ব গ্রহণ করবেন।

নতুন দায়িত্ব পাওয়া মো.মিজানুর রহমান বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় ১৩তম বছর পেরিয়ে ১৪তম বছরে পদার্পণ করছে।কিন্তু আমাদের পরিবহন গুলো শুধু বরিশাল বিশ্ববিদ্যালয় না,পাবলিক বিশ্ববিদ্যালয় একটি বড় জায়গা এখানে নানা ধরনের  সীমাবদ্ধতা আছে যেমন-জ্বালানি। তবে বর্তমানে আমাদের মাননীয় উপাচার্য  স্যারের যে ইতিবাচক প্রয়াস এবং তার দিক নির্দেশনায় বিশ্ববিদ্যালয় যে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে সেই ধারাবাহিকতায় পরিবহন সেক্টরটা স্যারের দিকনির্দেশনায় খুব সুন্দরভাবে এগিয়ে যাবে এবং যে যে বিষয়ে সমস্যা আছে আমি দায়িত্ব বুঝে স্যারের সাথে আলাপ আলোচনা করে সামনে এগুলো অ্যাড্রেস করতে সক্ষম হব।

উল্লেখ্য, এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবহন পুল এর  ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের  মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মো. মেহেদী হাসান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish