কুবি প্রতিনিধি,
কুমিল্লা বিশ্ববিদ্যালয়েরর (কুবি)কক্সবাজার জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কক্সবাজার স্টুডেন্ট’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩মার্চ) কেন্দ্রীয় শহীদ মিনারে এ ইফতার মাহফিল আয়োজন করা হয়।
এতে সংগঠনের সাধারণ সম্পাদক মহি উদ্দিন বাবরের সঞ্চলনায় সভাপতি আবু বকর ছিদ্দিক ফরহাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার আবু বকর সিদ্দিক, বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সেকশন অফিসার জাহিদুল আলম, সিসিএন কলেজের শিক্ষক আব্বাস উদ্দিন, চট্টগ্রাম স্টুডেন্ট’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জামান, সাবেক সাধারণ সম্পাদক সম্পাদক আবদুল্লাহ আল মাসুমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।