Top 5 This Week

ববিতে নারী সহকর্মীকে হেনস্তার অভিযোগ ডা. তানজিমের বিরুদ্ধে

ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. তানজিন হোসেনের বিরুদ্ধে নারী সহকর্মীকে বেয়াদব মহিলা সম্বোধন, অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ডা. তানজিম নিজের রুমে ডেকে নিয়ে নারী সহকর্মীকে এসব বলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, গত ২৪ এপ্রিল ববি মেডিকেল চিকিৎসক ডা. তানজিমের দায়িত্বে অবহেলা, শিক্ষার্থীদের ভোগান্তি এমন সংবাদ প্রকাশের পর উক্ত সংবাদের জের ধরেই  আজকে সহকর্মী কামরুন নাহারকে নিজের রুমে ডেকে নিয়ে উত্তপ্ত বাক্যে বিভিন্ন বিষয়ে জেরা শুরু করেন। এর এক পর্যায়ে উত্তেজিত হয়ে টেবিলে হাত ধাপড়িয়ে ডা. কামরুন নাহারকে বেয়াদব মহিলা বলে সম্বোধন করেন।
এ বিষয়ে ভুক্তভোগী ডা. কামরুন নাহার বলেন, আজ ডা. তানজিন তার রুমে ডেকে আমাকে অকথ্য ভাষায় ব্যবহার করেছেন৷ আমাকে এক পর্যায়ে বেয়াদব মহিলা বলে সম্বোধন করেন৷ আমার দপ্তরেই আমার সহকর্মী দ্বারা কোন কারণ ছাড়াই আমি এমন হেনস্তার শিকার হবো এটা আমি কখনো চিন্তাই করিনি। আমি মানসিক ভাবে খুবি বিপর্যস্ত। কর্তৃপক্ষের কাছে আমি এই ঘটনার সঠিক বিচার চাই।
তবে ঘটনা অস্বীকার করে মো. তানজিন  বলেন, তিনি আমার রুমে এসেছিলেন কিন্তু এমন কোন ঘটনা ঘটেনি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম বলেন, এমন কোন ঘটনা ঘটেছে বলে আমার কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আমরা তদন্ত:পূর্ব ব্যবস্থা নিবেন বলে জানান তিনি। উল্লেখ্য, ডা. তানজিন এর আগেও একাধিকবার অফিস ঠিক মতো না করার জন্য সংবাদের শিরোনাম হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish