Top 5 This Week

কুবির শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাংলা বিভাগের মানববন্ধন

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাবেক প্রাধ্যক্ষ ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোকাদ্দেস উল ইসলাম বিদ্যুৎ এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে  তীব্র নিন্দা  জানিয়ে মানববন্ধন করেছেন বাংলা বিভাগের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (০১ মে) দুপুর ১২ টা বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বাংলা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ রহমান বলেন, রক্ষক যখন ভক্ষক হয় ! বাংলা একটি পরিবারের মত। যেখানে এক জনের উপর হামলা মানে সকলের উপর হামলা করা হয়েছে। একজন শিক্ষক বাবার সমতুল্য। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কীভাবে এক জন স্যারের গায়ে হাত দিতে পারেন? সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা এর সুষ্ঠু বিচার চাই।

অন্য এক জন শিক্ষার্থী সজিদুল ইসলাম জয় বলেন, বাংলা একটি পরিবার, শিক্ষকের উপর হামলা মানে আমাদের উপর হামলা। প্রশাসনের কাছে আমরা সঠিক বিচার চাই। এই হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু বলেন, আজ আমাদের ক্লাসে থাকার কথা। সেখানে আমরা আন্দোলনের মাঠে। একজন শিক্ষকের উপরে গায়ে হাত দেওয়া, সেটা আমরা মানবো না। আমি স্বচক্ষে দেখছি কীভাবে আমার শিক্ষকের উপর হামলা করা হয়েছে। প্রথম ব্যাচের শিক্ষার্থী হিসাবে আমি লজ্জিত। আমি প্রশাসনের কাছে দাবি জানায় আমার শিক্ষকের উপর হামলাকারীদের যেন সঠিক বিচার করা হয়।

উল্লেখ্য গত ২৮ শে এপ্রিল শিক্ষক সমিতির দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষকরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কালে উপাচার্যসহ কিছু অছাত্র প্রশাসনিক ভবনে প্রবেশ করতে গেলে তারা শিক্ষকদের উপর শারীরিকভাবে আঘাত করেন। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকী ঘুষি মারেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোকাদ্দেস-উল-ইসলামের উপর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish