Top 5 This Week

হাবিপ্রবিতে ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

হাবিপ্রবি প্রতিনিধি :

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনোভেশন টিমের উদ্যোগে ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ মে) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ কুদরাত-এ-খুদা ভবনে ইনোভেশন শোকেসিং এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  ইনোভেশন টিমের আহবায়ক ও আই.আর.টি‘র পরিচালক প্রফেসর ড. এস. এম. হারম্নন-উর-রশীদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম. কামরম্নজ্জামান বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনের অভিলক্ষ্য দিয়েছেন।

তিনি ডিজিটাল বাংলাদেশ গঠনের কথা বলেছিলেন যা ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি । এক্ষেত্রে আমাদের প্রত্যেককে স্মার্ট সিটিজেন হতে হবে। আমরা স্মার্ট সিটিজেন হলে আমাদের সমাজ ও অর্থনীতি স্মার্ট হবে। সর্বোপরি এর জন্য প্রয়োজন স্মার্ট গভর্ন্যান্স।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন ইনোভেশন টিমের সদস্য সচিব ও ফোকাল পয়েন্ট ড. মোঃ আজিজুল হক,  এ শিক্ষক, শিক্ষার্থী  কর্মকর্তা।

শিক্ষার্থীরা তাদের বিভিন্ন উদ্ভাবনী আইডিয়া ও উদ্ভাবিত প্রযুক্তি স্টলে প্রদর্শন করেন।  পরবর্তীতে দুপুর ২.৩০ টায় একই স্থানে পুরস্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিচারক প্যানেলের রায়ে প্রথম পুরস্কার অর্জন করে মেডিকাল সেন্টার, দ্বিতীয় পুরস্কার অর্জন করে পরিবহণ ও যন্ত্র মেরামত শাখা এবং তৃতীয় পুরস্কার অর্জন করে জার্নাল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish