ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয় কীর্তনখোলা চলচ্চিত্র সংসদ এর ২০২৪-২৫ মেয়াদে দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।নতুন এই কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নয়ন কর্মকার দ্বীপ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাদিকা রহমান সেতু।
মঙ্গলবার (১৪ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ও কীর্তনখোলা চলচ্চিত্র সংসদের প্রধান উপদেষ্টা ফাতেমা তুজ জোহরা নতুন এ কমিটির অনুমোদন দেন।
নতুন কার্যনির্বাহী কমিটির অনন্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার ফাহিম তনু,দপ্তর সম্পাদক মুয়াজ বিন জাহিদ,সহ দপ্তর সম্পাদক সারাবান তহুরা,অর্থ সম্পাদক মেহেরাব আহাম্মেদ জয়,সহ অর্থ সম্পাদক নাহিদ ফরহাদ,প্রচার সম্পাদক মেহরাব মাশরুর, সহপ্রচার সম্পাদক দিবাকর মন্ডল,
পাঠচক্র ও বিষয়ক সম্পাদক শাহেদ মাহিন।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি নয়ন কর্মকার দ্বীপ বলেন,দীর্ঘ প্রতীক্ষার পর নতুন কমিটি অনুমোদন পেলো। কীর্তনখোলা চলচ্চিত্র সংসদই একমাত্র সংগঠন যা অত্র বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র নিয়ে কাজ করে। স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাণের যে লক্ষ্য নিয়ে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল, আমরা চেষ্টা করবো সেই লক্ষ্যের সুষ্ঠ বাস্তবায়নের উদ্দেশ্যে কাজ করতে। ছোটবেলা থেকে চলচ্চিত্র নিয়ে আগ্রহ। ব্যক্তিগত পছন্দের জায়গাতে দায়িত্ব পালনের সুযোগ পেয়ে আমি আনন্দিত।
উল্লেখ্য, স্বাধীনধারার চলচ্চিত্র নির্মাণকে উৎসাহ ও ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে একদল স্বপ্নচারী চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্রপ্রেমী শিক্ষার্থীদের হাত ধরে ২০১৯ সালে যাত্রা শুরু করে কীর্তনখোলা চলচ্চিত্র সংসদ বরিশাল বিশ্ববিদ্যালয়।