Top 5 This Week

পর্দা নামল কুবি ছায়া জাতিসংঘ সম্মেলনের

কুবি প্রতিনিধি

‘শান্তির জন্য কূটনীতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছায়া জাতিসংঘ সংস্থার আয়োজনে তিন দিনব্যাপী জাতীয় শান্তি সম্মেলন সমাপ্ত হয়েছে । শনিবার (১৬মে) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এ শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়।

জানা যায়, ১৬ মে (বৃহস্পতিবার) শুরু হওয়া শান্তি সম্মেলনে ১৬টি বিশ্ববিদ্যালয় ও ১টি ক্যাডেট কলেজের মোট ১১০ জন শিক্ষার্থীদের নিয়ে ৫টি কমিটি গঠন করে শান্তির জন্য আলোচনা করেন নেতারা। সম্মেলনের কমিটিগুলো হলো- জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ মানবাধিকার কমিশন, বাংলাদেশ জাতীয় সংসদ, আন্তর্জাতিক সংবাদ সংস্থা, ইকোনমিক এন্ড সোস্যাল কাউন্সিল।

সম্মেলনের উপ-মহাসচিব মো. নাইমুর রহমান ভুঁইয়া বলেন, বর্তমান বিশ্ব যুদ্ধ-বিগ্রহে জড়িত। কিন্তু জাতিসংঘ মনে করে যুদ্ধ নয়, কূটনীতির মাধ্যমেই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সম্মেলনে সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং শান্তি প্রতিষ্ঠায় কূটনীতির মাধ্যমে সমাধান খোঁজা হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের যে থিমগুলো পাওয়া গিয়েছে সেগুলো আমরা ঢাকাস্থ জাতিসংঘের অফিসে পাঠিয়ে দেবো। তারা সেগুলো নিয়ে কাজ করবে বলে আমরা আশাবাদী।

ইউএনএইচসিআর-এর জার্মানী প্রতিনিধি আয়েশা আশরাফী রিফা বলেন, বর্তমানে মধ্যপাচ্যে সিরিয়া, ইয়ামেন, যুদ্ধ, বিগ্রহে প্রায় ৭০% মানুষ মৌলিক অধিকার হারিয়ে ফেলছে। আমাদের প্রথম কাজ হবে তাদের খাদ্য, বস্থ, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান তথা তাদের মৌলিক অধিকার গুলো পূরণ করার জন্য কাজ করা। আমরা আমাদের সমস্যা এবং সমাধান চিহ্নিত করেছি, এখন প্রয়োজন সে অনুযায়ী কাজ করা।

এবারের ছায়া জাতিসংঘ সম্মেলনে ১৬জন বিচারক দায়িত্ব পালন করেছেন। এই সম্মেলনেরে মহাসচিব হিসেবে ছিলেন রায়হান আহমেদ আবির, উপ-মহাসচিব মো. নাইমুর রহমান ভুঁইয়া, মহাপরিচালক রিজবান ফাহিম ও মাইনুদ্দিন ভুইয়া তানভীর। উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১ম ছায়া জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হয়। এছাড়াও ২০১৯ ও ২০২২ সালে ‘গেম অফ ডিপ্লোম্যাসি’ নামে দুটি জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish