Top 5 This Week

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে ফের উত্তাল পবিপ্রবি

পবিপ্রবি প্রতিনিধি

বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত বৈষম্যমূলক পেনশন স্কীম ব্যবস্থার প্রজ্ঞাপন বাতিলের দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) কর্মরত অফিসারদের সংগঠন “অফিসার্স অ্যাসোসিয়েশন” এর উদ্যোগে মানববন্ধন ও মৌন মিছিল কর্মসূচি পালিত হয়েছে।

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আহ্বানে মঙ্গলবার (৪ জুন) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে কর্মকর্তারা মৌন মিছিল বের করেন। যা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়।

এসময় অফিসার্স অ্যাসোসিয়েশনে সভাপতি হারুনর রশিদ ডন বলেন,”সর্বজনীন পেনশন স্কিমের নামে যে কালো আইন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা-কর্মচারীদের মাঝে চাপিয়ে দেওয়া হয়েছে আমরা সেটা দ্রুত প্রত্যাহারের জন্য জোর দাবি জানাচ্ছি”।

সাধারণ সম্পাদক এ.বি.এম আতিকুর রহমান বলেন,”বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের কিছু কুচক্রী মহল এই সরকারকে ভুল ব্যাখ্যা দিয়ে এই সর্বজনীন পেনশন স্কিমের নীতিমালা বাস্তবায়নের পাঁয়তারা করছে। আমরা এই নীতিমালা প্রত্যাহারের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, গত ১৩ মার্চ, ২০২৪ বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় কতৃর্ক জারিকৃত প্রজ্ঞাপনে জানানো হয়, স্বায়ত্বশাসিত, স্বশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে ১জুলাই, ২০২৪ তারিখের পর যারা যোগদান করবেন তাদের জন্য সার্বজনীন পেনশন স্কীমের ‘প্রত্যয় স্কীম’ বাধ্যতামূলক করা হয়েছে। এবং তাদের ক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠান বা সংস্থার জন্য বিদ্যমান অবসর সুবিধা সংক্রান্ত বিধিবিধান প্রযোজ্য হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish