Top 5 This Week

লক্ষ্মীপুরে বালুর চর স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর বৃক্ষরোপণ

বিডিটাইম ডেস্ক :

লক্ষীপুরের রামগতি উপজেলায় বালুর চর স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশন (BCSWO) এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জুন) সকাল ১১টায় এই কর্মসূচির উদ্বোধন করেন শাহাজালাল ইসলামি ব্যাংকের সিনিয়র ম্যানেজার ড. মোঃ মাইনউদ্দিন, বালুর চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুচ্ছালাম আজাদ এবং বালুর চর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মিনার উদ্দিন, অর্গানাইজেশনের সভাপতি মোঃ নোমান শরিফ, সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ আরও অনেকে।

বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় লক্ষীপুরের রামগতির আলেকজান্ডার ইউনিয়নে ৫,০০০ হাজার  বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলবে এই কর্মসূচি।

সংগঠনের সভাপতি মোঃ নোমান শরিফ বলেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন হওয়ার কারণে তাপমাত্রা ক্রমশই বাড়ছে। এই অস্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণে একমাত্র ঢাল হিসাবে কাজ করবে বৃক্ষরোপণ। তাই আমরা বৃক্ষরোপণের মাধ্যমে এলাকা সবুজ শ্যামল করার উদ্দেশ্যে এই কর্মসূচি হাতে নিয়েছি। এটি পুরোপুরিভাবে সফল হলে আমাদের এলাকা গাছের ছায়ায় পরিপূর্ণ হবে এবং এটি তাপমাত্রা কমানোর জন্য কিছুটা হলেও সহনীয় ভূমিকা রাখবে।

 

উল্লেখ্য, বালুর চর স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশন ২০১৭ সাল থেকে সামাজিক উন্নয়ন মূলক কাজ করে আসছে। এর সকল কার্যক্রম অরাজনৈতিক, সর্বসঙ্গ, সর্বজনীন এবং সুসংগত। ছাত্রছাত্রীদের মান উন্নয়ন, শিক্ষা সামগ্রী প্রদান, আর্থিকভাবে অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের সাহয্য সহযোগীতা প্রদান, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসহ নানা উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে সংগঠনটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish